প্রধানমন্ত্রী সূর্যোদয় স্কিম চালুর ঘোষণার সঙ্গে সঙ্গেই হু হু করে বাড়ল এই কোম্পানির স্টক

Share:

চলতি বছরের ২২শে জানুয়ারি সোমবার উদ্বোধন করা হলো অযোধ্যার রামমন্দির। এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সকলের মধ্যে উত্তেজনা পরিপূর্ণভাবে ছিল। এদিন অযোধ্যা নগরী সেজে উঠেছিল অনন্যরূপে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন। উপস্থিত ছিলেন তাবড়তাবোড় ব্যক্তিবৃন্দ। দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছে রূপ পেলো এই দিনের অনুষ্ঠানকে ঘিরে। আর এই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সেরে দিল্লি ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে করলেন বড় ঘোষণা।

ব্যাস এরপরেই সৌরবিদ্যুৎ সংস্থাগুলির বেশ কয়েকটি শেয়ার দেখালো ম্যাজিক। সৌরবিদ্যুৎ সংস্থাগুলোর শেয়ারের দাম এদিন হু হু করে বৃদ্ধি পেয়েছে। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা চালু করার ঘোষণা করেছেন। এই প্রকল্পের আওতায় এক কোটি ভারতবাসীর বাড়ির ছাদে বসতে চলেছে সোলার প্যানেল। এর মাধ্যমে দরিদ্র মধ্যবিত্ত পরিবারের মাসিক বিদ্যুৎ বিলের খরচ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। মুদ্রাস্ফীতির যুগে সাধারণ মানুষের পকেটে কিছুটা হলেও স্বস্তি আসবে।

[inb_related_posts2]

যদিও সরকারের তরফ থেকে এই প্রকল্পের সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তবে এই প্রকল্প চালু হলে সাধারণ মানুষ বেশ লাভবান হবেন। দেশবাসীর মুখে হাসি ফোটাতে না ফোটাতেই মঙ্গলবার সৌর বিদ্যুৎ কোম্পানীগুলির শেয়ার লাফিয়ে লাফিয়ে ১৯ শতাংশেরও বেশি বেড়েছে। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা চালু হলে যেমন বিদ্যুৎ বিলের খরচ কমবে, তেমনই বিদ্যুৎ ক্ষেত্রে ভারত আরো স্বনির্ভর হয়ে উঠবে। এবার আসুন জেনে নেওয়া যাক কোনো কোন সৌর বিদ্যুৎ কোম্পানীর শেয়ারের দাম বৃদ্ধি পেলো।

বোরোসিল রিন্যুউবেল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সোমবার সন্ধ্যে নাগাদ সূর্যোদয় যোজনা চালু করার ঘোষণা করেন। আর তারপরের দিন অর্থাৎ মঙ্গলবার সৌর গ্লাস উৎপাদনকারী সংস্থা বোরোসিল রিন্যুউবেলের শেয়ার ১৯ শতাংশের বেশি বেড়ে পৌঁছেছে ৬০১.৫০ টাকায়। এই কোম্পানীর শেয়ার ৫২ সপ্তাহের রেকর্ড উচ্চতায় পৌঁছে, শনিবার ৫০৭ টাকায় বন্ধ হয়েছিল। আর মঙ্গলবার এই শেয়ারের দাম প্রায় ৯০ টাকার বেশি বাড়লো। 

ওয়েবসোল এনার্জি সিস্টেম

বোরোসিল রিন্যুউবেলের পাশাপাশি ওয়েবসোল এনার্জি সিস্টেমের শেয়ারও এদিন বেড়েছে অনেকটাই। এই সংস্থাটি সৌর বিদ্যুৎ ব্যবসার সঙ্গে জড়িত। এই দিন এই শেয়ারটি প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ৬ মাসে এই বৃদ্ধির পরিমাণ প্রায় ২৫৭ শতাংশ এবং বর্তমানে এই শেয়ারটির দাম রয়েছে ৩০০ টাকা।

স্টার্লিং অ্যান্ড উইলসন রিনিউয়েবল এনার্জি লিমিটেড

সোমবার প্রধানমন্ত্রীর নয়া প্রকল্প ঘোষণার পরেই স্টার্লিং অ্যান্ড উইলসন রিনিউয়েবল এনার্জি লিমিটেডের শেয়ারের দাম এক লাফে ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৫২৮.৯৫ টাকায়। 

ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিস

প্রধানমন্ত্রীর এক ঘোষণায় কামাল দেখালো ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিসের শেয়ারও। এই দিন ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিসের শেয়ার ৫ শতাংশের বেশি বেড়ে পৌঁছেছে ৩০০৮.৮০ টাকায়। 

টাটা পাওয়ারের

বিদ্যুৎ কোম্পানী টাটা পাওয়ারও এইদিন দেখালো ম্যাজিক। এই দিন টাটা পাওয়ারের শেয়ারও ৫২ সপ্তাহের নতুন রেকর্ড ছুঁয়েছে। মঙ্গলবার এর শেয়ারের দাম একলাফে ৪ শতাংশের বেশি বেড়ে পৌঁছেছে ৩৬৬.৪০ টাকায়।

আরও পড়ুন » BOB 360 FD Scheme – ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্কের FD-তে এক বছরেই প্রায় ৮ শতাংশের সুদ! কোন স্কিমে পাওয়া যাবে?

(Disclaimer:- Financekatha.com-এ প্রকাশিত এই তথ্য ও বিশ্লেষণ কেবল শিক্ষামূলক উদ্দেশ্যে। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে অবশ্যই আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। Financekatha.com কোনো বিনিয়োগজনিত লাভ বা ক্ষতির জন্য দায়বদ্ধ থাকবে না।)

Leave a Comment