Mutual Fund: পরিশ্রমের টাকা বিনিয়োগ করার একাধিক উপায় রয়েছে বাজারে। আর বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ করার জন্যও রয়েছে বিভিন্ন পন্থা চালু। টাকা বিনিয়োগের জন্য ইদানিং মানুষের প্রথম পছন্দ মিউচুয়াল ফান্ড (Mutual Fund)। সমাজে সমস্ত স্তরের জনতার মধ্যেই মিউচুয়াল ফান্ডের চাহিদা বাড়ছে। দিনে দিনে যত বিনিয়োগের মাত্রা বাড়ছে ততই জনপ্রিয়তা বাড়ছে SIP-এর। কিন্তু আশঙ্কার খবর হলো, বর্তমানে প্রায় ১.৩ কোটি মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বা জমা করা যাচ্ছে না। প্রায় দেড় কোটি অ্যাকাউন্ট প্রায় বন্ধের মুখে!
সূত্রের খবর, দেশের প্রায় ১.৩ কোটি অ্যাকাউন্ট অসম্পূর্ণ কেওয়াইসি সমস্যায় ভুগছে। যে কারণে টাকা আদানপ্রদানের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিকে হোল্ড করা হয়েছে। যার জন্য দায়ী অসম্পূর্ণ কেওয়াইসি। এখন কথা হচ্ছে, এই অসম্পূর্ণ কেওয়াইসি কি জিনিস? আমরা জানি কেওয়াইসি (KYC) হলো ‘নো ইওর কাস্টমার’ বা সংশ্লিষ্ট গ্রাহকের তথ্য সংগ্রহের প্রক্রিয়া। বর্তমানে প্রায় সমস্ত ক্ষেত্রেই কেওয়াইসি প্রক্রিয়া জোরদার করা হচ্ছে। যার তালিকা থেকে বাদ পড়েনি মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টগুলিও। তবে এখন বহু অ্যাকাউন্ট কেওয়াইসি জটিলতায় জর্জরিত।
সূত্রের খবর, ব্যাপারটা মোটেও এমন নয় যে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি কেওয়াইসি (KYC) ছাড়া খোলা হয়েছিল অথবা তাদের মধ্যে কেওয়াইসি (KYC) সম্পর্কিত কাজ করা হয়নি। তবে বিশেষজ্ঞ মহলের মত, অ্যাকাউন্টগুলিতে কেওয়াইসির জন্য যে ডকুমেন্টগুলি দেওয়া হয়েছিল তা কেওয়াইসির জন্য বৈধ ছিল না। আসলে সরকার গোটা দেশে কেওয়াইসি করার জন্য কিছু প্রতিষ্ঠানকে নির্দিষ্ট করেছে। যাদের বলা হয়, কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সি বা কেআরএ।
SEBI নির্দেশিকা অনুসারে, মিউচুয়াল ফান্ডের KYC-এর জন্য কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সিগুলিকে গ্রাহকের আধার নম্বর ও প্যান নম্বর নিতে হয়। তবে সেখানেই রয়েছে আসল গলদ! জানা যাচ্ছে, প্রায় ১.৩ কোটি অ্যাকাউন্টে দুটো নথিই ঠিকভাবে জমা পড়েনি, অথবা নথিগুলিতে ভুল রয়েছে। সেটাই মূল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে প্রায় ১.৩ কোটি মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট কেওয়াইসি জনিত সমস্যা মাথাচাড়া দেওয়ায় সেগুলি ‘অন হোল্ড’ স্ট্যাটাসে রয়েছে। অ্যাকাউন্টগুলি থেকে টাকা তোলা ও রাখায় জটিলতা দেখা দিচ্ছে।
আরও পড়ুন – সন্তানের জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান? কী কী শর্ত মানতে হবে জেনে নিন একনজরে
আপনার মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টের অবস্থা কি? গ্রাহক চাইলেই নিজের মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টের বর্তমান পরিস্থিতি তথা স্ট্যাটাস চেক করতে পারেন। সেক্ষেত্রে ভিজিট করতে হবে ‘কেআরএ’-এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে ক্লিক করতে হবে ‘KYC Enquiry’ এই অপশনে। ক্লিক করার পর নিজের আধার ও প্যান নম্বরটি লিখতে হবে। আর তাহলেই গ্রাহক দেখতে পাবেন নিজের কেওআইসি স্ট্যাটাস। যদি দ্যাখেন, আপনার অ্যাকাউন্টটি ‘অন হোল্ড’ দেখাচ্ছে, তবে বুঝবেন আপনাকে পুনরায় ডকুমেন্ট জমা দিয়ে আবেদন করতে হবে। আর তাহলেই আপনার অ্যাকাউন্টের সমস্ত জটিলতা কেটে যাবে।