Minor Demat Account: শেয়ারবাজারে (Share Market) বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়ার অপেক্ষায় থাকেন সকল বিনিয়োগকারী। অর্থনৈতিক ওঠাপড়ার মাঝেই তাই ক্রমাগত বাড়ছে শেয়ার বাজারে বিনিয়োগ। আজকাল প্রচুর বিনিয়োগকারী ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে আগ্রহী। তবে অ্যাকাউন্ট খোলার আগে তার সুবিধা, অসুবিধাগুলিও জেনে নেওয়া দরকার। অনেক অভিভাবকই চান তাঁদের সন্তানদের জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন।
সন্তানদের ভবিষ্যত সুরক্ষার্থে ডিম্যাট অ্যাকাউন্টের চাহিদা বাড়াচ্ছেন বাবা-মায়েরা। সাধারণত শেয়ার, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ও তালিকাভুক্ত বন্ডে বিনিয়োগ করলে একটি ডিম্যাট অ্যাকাউন্টে প্রয়োজন হয়। এই ডিম্যাট অ্যাকাউন্টের একটা বড় সুবিধা হল অ্যাকাউন্ট খুলতে প্রাপ্তবয়স্ক হতে লাগে না।
বর্তমানে শেয়ার বাজার নিয়ন্ত্রক SEBI আঠেরো বছরের কম বয়সী দের জন্যও ডিম্যাট অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়। সন্তানের জন্য অভিভাবকেরা খুলে নিতে পারেন মাইনর ডিম্যাট অ্যাকাউন্ট। তবে তার আগে তার সুযোগ-সুবিধাগুলি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে।
অভিভাবক যদি তাঁর সন্তানের ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান তবে সন্তানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে। ফর্মে সাক্ষর করতে হবে অভিভাবক দেরও। অভিভাবকেরা সন্তানের কেওআইসি (KYC) ফর্মে সাক্ষর করবেন। তবে খেয়াল রাখতে হবে, ছোটোখাটো অ্যাকাউন্টে শেয়ার কেনা যাবে না। শুধুমাত্র সেগুলি বিক্রয় করা যাবে। সেসব খেয়াল রেখেই ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন একজন অভিভাবক।
ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে কী কী ডকুমেন্ট লাগবে?
মাইনর সন্তানের অ্যাকাউন্টে খুলতে অভিভাবকের ডকুমেন্ট তথা নথিপত্র প্রয়োজন। যে যে ডকুমেন্ট লাগবে-
- আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড এই ডকুমেন্টগুলি লাগবে ঠিকানা প্রমাণ হিসেবে।
- এর পাশাপাশি লাগবে শিশুর জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট।
- বার্থ সার্টিফিকেটে যদি বাবা মায়ের নাম না থাকে তবে জমা দিতে হবে সন্তানের আধার, স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, বোর্ড মার্কশিট।
আরও পড়ুন – Instant Personal Loan – এবার আধার কার্ড থাকলেই মাত্র 5 মিনিটে পেয়ে যাবেন লোন! জানুন কীভাবে
সন্তানের জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
একটি মাইনর ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হলে তার একটি প্রক্রিয়া রয়েছে। অ্যাকাউন্ট খোলার আগে সেই বিষয়গুলি জেনে নেওয়া একান্ত প্রয়োজন। আসলে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার কোনো ন্যুনতম বয়স নেই। তবে সন্তানের জন্য অ্যাকাউন্টে খুলতে হলে অভিভাবকের ডকুমেন্ট তথা নথিপত্র লাগবে। আপনার সন্তানের বয়স যদি প্রাপ্তবয়স্ক সীমার নীচে হয়, তবে সেটি মাইনর ডিম্যাট অ্যাকাউন্ট সেবেই গ্রহণ করা হবে।
একটি মাইনর ডিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রে একটি নাবালক ছেলে-মেয়ে তার অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারবে না। সন্তানের আঠেরো বছরের আগে তাঁর মা বাবা অ্যাকাউন্টটি চালাবেন, সন্তানের বয়স আঠেরো হলে তবেই সে অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারবে।