আজ শুরু হলো নয়া অর্থবর্ষ। ২০২৪ থেকে ২০২৫ আর্থিক বছরের একেবারে প্রথম দিনেই গ্রাহকদের বেশ বড় রকমের ধাক্কা দিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি ঋণের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করল ০.১০ শতাংশ। এর ফলে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে আগামী দিনে ঋণ নিলে দিতে হবে মোটা টাকা EMI. ১লা এপ্রিল থেকে কার্যকর হয়েছে এই নতুন নিয়ম। তবে, এই সবকিছুর আগেই ঋণের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করে গ্রাহকদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, লোনের ক্ষেত্রে সুদের হার ০.১০ শতাংশ করে বাড়ছে। বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট রয়েছে ৬.৫ শতাংশ। আর এই মুহূর্তে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট ভিত্তিক সুদের হার বেড়েছে ৯.২৫ শতাংশ। তবে শুধু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয়, এবার এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি ছাড়াও ঋণের ক্ষেত্রে ০.৫ শতাংশ সুদের হার বাড়িয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। ইন্ডিয়ান ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে যে, আগামী ৩রা এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর করা হবে। নয়া আর্থিক বছরের একেবারে শুরুতেই দুটি ব্যাঙ্কে ঋণের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তদের মাথায় হাত পড়েছে।
এখন জোর জল্পনা চলছে যে, এবার কি তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলিও সুদের হার বাড়াবে কিনা। চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে যে মুদ্রানীতি কমিটির বৈঠক হবে, তাতে সুদের হারে একাধিক পরিবর্তন করতে পারে আরবিআই বলে ধারণা বিশেষজ্ঞদের একাংশের। যদিও অনেকেই তা মানতে নারাজ। সূত্র অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে জিডিপির হার বৃদ্ধি, মুদ্রাস্ফীতি কমিয়ে আনা প্রভৃতি বিষয়েই নজর দিয়েছে। মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রেপো রেট ঠিক করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মতো উন্নত দেশগুলির কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির নীতির উপর নজর রাখে। তাই অনেকেই মনে করছেন যে, মুদ্রানীতি কমিটির বৈঠকে সেই নিয়ম মেনেই এগোবে আরবিআই, যার কোনো ব্যতিক্রম হবে না। চলতি বছরের মার্চে ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করেছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। এই ব্যাঙ্কটি আমানতকারীদের ৩ থেকে ৮ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকরা পাবেন অতিরিক্ত সুদ।