সংসার চালানোর প্রয়োজনে দূর থেকে স্বামী যদি তার স্ত্রীকে টাকা পাঠান, তাহলে কি ইনকাম ট্যাক্স দিতে হবে? বৃদ্ধ বাবা- মা অসুস্থ অবস্থায় যদি দূরে থাকেন, তার সন্তান যদি বাইরে বা কর্মসূত্রে বিদেশে থাকেন, তাদের নিত্য প্রয়োজনের জন্য যদি টাকা পাঠান, তাহলে কি আয়কর দিতে হবে? সন্তান যদি পড়াশোনার জন্য বিদেশে যায়, সেখানে তাকে যদি প্রতিমাসে দরকারে টাকা পাঠানো হয়, তাহলে কি আয়কর বিভাগ নোটিশ দিতে পারে? এই প্রশ্নগুলো ওঠাটা স্বাভাবিক। অনেকেই হয়তো বিষয়টা সম্বন্ধে বিস্তারিত জানেন না।
বিশেষ করে বর্তমানে যখন দেশের সমস্ত ধরনের আর্থিক লেনদেন একেবারে ইনকাম ট্যাক্সের (All Financial Transaction Watch by Income Tax Department) নজরে রয়েছে। ফলে আপনি টাকা পয়সা কোথায় লেনদেন করছেন, সেখান থেকে মুনাফা করছেন কিনা বা সেই টাকার উৎস কি, এই সমস্ত বিষয়ে প্রায় খোঁজখবর চলতেই থাকে। সেক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে, পরিবারের প্রিয়জনদের জন্য কোনো কারণবশত টাকা পাঠানো হলে তাতে কি আয়কর বিভাগ নোটিশ দিতে পারে? এক্ষেত্রে আয়কর আইন কি বলছে?
কোন কোন ক্ষেত্রে টাকা পাঠানো হলে তা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না (Income Tax Rules of India)
প্রথমেই জেনে রাখা দরকার যাকে টাকা পাঠানো হচ্ছে অর্থাৎ যিনি টাকা নিচ্ছেন তার এক্ষেত্রে কোনো দায় নেই। যিনি প্রেরক অর্থাৎ যিনি টাকা পাঠাচ্ছেন সমস্ত নিয়ম প্রযোজ্য হবে তার ক্ষেত্রে। কিন্তু সংসার খরচের জন্য কোনো ব্যক্তি যদি প্রতিমাসে বাড়িতে টাকা পাঠান অথবা কোনো উপহার হিসেবে টাকা দেন, তাহলে তার জন্য ইনকাম ট্যাক্স দেওয়ার প্রয়োজন নেই। তবে যিনি আয় করছেন অর্থাৎ উপার্জনকারী ব্যক্তির ক্ষেত্রেই আয়করের দায়িত্ব বর্তায়। ফলে যিনি টাকা পাচ্ছেন, যিনি প্রাপক তার ক্ষেত্রে Income Tax এর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না।
কোন ক্ষেত্রে টাকা বিনিয়োগ ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে? (Which Transaction Observed by IT Department)
যদি কোথাও টাকা বিনিয়োগ করে সেখান থেকে মুনাফা তোলা হয় এবং সেই লাভ যদি ব্যাপক পরিমাণ হয়, তাহলে সেই আয় এর উপর কর দিতে হয়। ঠিক ভাবে বলতে গেলে যে কোনো ধরনের টাকা বিনিয়োগ থেকে আয় হলে তা বার্ষিক ভিত্তিতে গণনা করা হয়। আর সেটিকে সেই ব্যক্তির মুনাফা হিসেবে ধরা হয়। এর মূল কারণ হলো, তিনি টাকা বিনিয়োগ করেছেন মুনাফা অর্জনের (Investment for Return) জন্য। ফলে সেই বিনিয়োগ থেকে যখন টাকা আয় হবে সেক্ষেত্রে কর তাকে দিতে হবে।
আয়কর ছাড়ের বিশেষ ক্ষেত্র কোনগুলি? (Income Tax Savings Way)
আয়কর আইন অনুযায়ী বেশ কিছু ক্ষেত্রে সেই ছাড় দেওয়া হয়েছে। যেখানে ট্যাক্স দিতে হবে না। যেরকম পরিবারের বিভিন্ন সদস্য স্বামী- স্ত্রী, বাবা-ছেলে এবং বেশ কিছু নিকট স্বজনের মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনো জরিমানার প্রশ্ন নেই। সে ক্ষেত্রে কর ছাড় দেওয়া হয়েছে। আয়কর আইনের 296SS এবং 296T ধারার আওতায় 20 হাজার টাকার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে জরিমানা ধার্য করা হতে পারে।
আরও পড়ুন » ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্কের FD-তে এক বছরেই প্রায় ৮ শতাংশের সুদ! কোন স্কিমে পাওয়া যাবে?
তবে সব ক্ষেত্রেই একটি কথা প্রযোজ্য। যিনি টাকা মুনাফার লক্ষ্যে বিনিয়োগ করছেন এবং সেখান থেকে আয় করতে পারছেন, সেই টাকার উপর তাকে ট্যাক্স দিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, দেশের প্রতিটি নাগরিকের প্রত্যেক আর্থিক লেনদেনের উপরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নজর রাখে।