বর্তমান যুগে অর্থ সঞ্চয়ের অন্যতম মাধ্যম হল FD অর্থাৎ ফিক্সড ডিপোজিট। নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেই সঞ্চয়ের ক্ষেত্রে চোখ বুজে ভরসা রাখেন এই স্থায়ী আমানতে। এই ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে আপনি খুব সহজে নিশ্চিত আর দারুণ রিটার্ন পেতে পারেন। তাই যখনই টাকা সঞ্চয়ের কথা উঠে আসে তখন সবার প্রথমেই মাথায় আসে ফিক্সড ডিপোজিটের কথা। যারা এফডিতে বিনিয়োগ করতে চান, আজকের প্রতিবেদনটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আপনাদের এমন একটি FD স্কিম সম্পর্কে বলতে চলেছি যেখানে আপনি সুদ পাবেন প্রায় ৮ শতাংশ।
BOB 360 FD Scheme Details
চলুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। সম্প্রতি, ব্যাঙ্ক অফ বরোদা, ‘BoB360’ নামক একটি নতুন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। ব্যাঙ্ক অফ বরোদার বর্তমান এবং নতুন গ্রাহকরা অনলাইনে কিংবা মোবাইল অ্যাপের সাহায্যে, আর না হলে ব্যাংকের যেকোনো শাখায় গিয়েও BoB360 ডিপোজিট স্কিম খুলতে পারেন। এই বিশেষ স্কিমের এফডি রেটগুলি ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে। চলতি বছরের ১৫ই জানুয়ারি থেকে এই নতুন স্কিমটি কার্যকর করা হয়েছে। ব্যাঙ্ক অফ বরোদা এবার এক বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমে ৭.৬ শতাংশ হারে সুদ চালু করলো।
তাই এবার ফিক্সড ডিপোজিটে পাওয়া যাবে আরো বেশি সুদ। ব্যাঙ্ক অফ বরোদা যদিও এর আগে গত বছরে অর্থাৎ ২০২৩ সালের ২৯শে ডিসেম্বর তাদের ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার বৃদ্ধি করেছে। ব্যাঙ্ক অফ বরোদা তাদের BoB 360 নামক বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমের অধীনে ৩৬০ দিনের মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ নাগরিকদের জন্য ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০ শতাংশ সুদের হার রেখেছে। এত উচ্চ সুদের হার ফিক্সড ডিপোজিট গ্রাহকদের জন্য নিঃসন্দেহে বেশ আকর্ষণীয় বিষয় এবং গ্রাহকরা এই স্কিমে বিনিয়োগ করে ভালো রিটার্ন পেতে পারেন। এই ফিক্সড ডিপোজিটের একটি বিশেষ সুবিধা হলো এতে আপনি ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করতে পারবেন।
এই ফিক্সড ডিপোজিটে আপনি সর্বাধিক ২ কোটি টাকা বিনিয়োগ করতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক ব্যাঙ্ক অফ বরোদায় টাকা ফিক্সড ডিপোজটে টাকা রাখলে কোন মেয়াদে কত শতাংশ হারে সুদ পাবেন। ব্যাঙ্ক অফ বরোদা ফিক্সড ডিপোজিটের উপর ৭ দিন থেকে ১৪ দিনের জন্য ৪.২৫ শতাংশ সুদের হার অফার করছে। ১৫ দিন থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটের উপর ৪.৫০ শতাংশ সুদের হার অফার করছে। ৪৬ দিন থেকে ৯০ দিনের ফিক্সড ডিপোজিটের উপর ৫.৫০ শতাংশ সুদের হার অফার করছে। ৯১ দিন থেকে ১৮০ দিনের ফিক্সড ডিপোজিটের উপর ৫.৬০ শতাংশ সুদের হার অফার করছে।
১৮১ দিন থেকে ২১০ দিনের ফিক্সড ডিপোজিটের উপর ৫.৭৫ শতাংশ সুদের হার অফার করছে। ২১০ দিন থেকে ২৭০ দিনের ফিক্সড ডিপোজিটের উপর ৬.১৫ শতাংশ সুদের হার অফার করছে। ২৭১ দিন থেকে ১ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৬.২৫ শতাংশ সুদের হার অফার করছে। ১ বছরের ফিক্সড ডিপোজিটের উপর ৬.৮৫ শতাংশ সুদের হার অফার করছে। ১ বছর থেকে ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটের উপর ৬.৭৫ শতাংশ সুদের হার অফার করছে। ৪০০ দিনের বেশি এবং ২ বছরের ফিক্সড ডিপোজিটের উপর ৬.৭৫ শতাংশ সুদের হার অফার করছে।
২ বছর থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিটের উপর ৭.২৫ শতাংশ সুদের হার অফার করছে। ৩ বছর থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিটের উপর ৬.৫০ শতাংশ সুদের হার অফার করছে। ৬ বছর থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের উপর ৬.৫০ শতাংশ সুদের হার অফার করছে। বরোদা ত্রিবর্ণ প্লাস ডিপোজিট স্কিমের অধীনে ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিটের উপর ৭.১ শতাংশ সুদের হার অফার করছে। ৩০০ দিনের ফিক্সড ডিপোজিটের উপর ৭.৬০ শতাংশ সুদের হার অফার করছে।