বৃহৎ মাপের ইনভেস্টমেন্ট করে কোনো সম্পদ তৈরি করতে চাইলে এক লপ্তে নিজে থেকে সেই টাকা দেওয়া সম্ভব হয় না অধিকাংশ মানুষের। আর তখনই উঠে আসে লোনের প্রসঙ্গ। বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন ধরনের লোন অফার করা হয়। যেমন, Car Loan, Home Loan, Personal Loan, Education Loan আরো অনেক। এবার বিভিন্ন কারণে পার্সোনাল লোন এর প্রয়োজন হয়ে পড়ে। এমন কিছু ব্যক্তিগত কারণ থাকে যা গাড়ি লোন বা হোম লোনের মতো স্পেসিফিক লোনের জন্য আবেদন করা যায় না। তাই সেক্ষেত্রে প্রয়োজন হয় পার্সোনাল লোনের। যা দিয়ে নিজের প্রয়োজনীয় বিভিন্ন কাজ মিটিয়ে নেওয়া যায়। তবে ব্যাংকগুলি ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন থেকে চড়া হারে সুদ নিয়ে থাকে। সাধারণ মধ্যবিত্তদের ক্ষেত্রে যারা চাকুরীজীবী বা ছোটখাটো কোনো ব্যবসা করেন, পার্সোনাল লোন নিলে তাদের চড়াহারে EMI দিতে হয়।
সমস্ত ব্যাংকই যে একই হারে পার্সোনাল লোন এর ক্ষেত্রে সুদ নেয়, তা নয়। বেশ কিছু বিষয় এখানে নির্ভর করে থাকে। যেমন বহুজাতিক সংস্থা, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ব্যক্তিগত লোনে সুদের হারের ক্ষেত্রে বিভিন্ন পার্থক্য রয়েছে। তার উপর যে ব্যক্তি পার্সোনাল লোন নেবেন, সেই আবেদনকারীর Credit Score এবং তার সঙ্গে ব্যাংকের কি ধরনের সম্পর্ক সেই বিষয়টিও এক্ষেত্রে নির্ভর করে। ফলে কোন ব্যাংক পার্সোনাল লোন এর ক্ষেত্রে কত হারে সুদ নিচ্ছে, কতই বা প্রতিমাসে EMI দিতে হবে, সেই বিষয়ে এক নজরে কয়েকটি ব্যাংকের তথ্য দেখে নেওয়া যাক।
State Bank of India
SBI থেকে সরকারি এবং কর্পোরেট সংস্থায় চাকরি করেন এরকম ব্যক্তিরা পার্সোনাল লোন নিতে পারেন। সে ক্ষেত্রে বছরে ১২.৩০ থেকে ১৪.৩০ শতাংশ সুদ দিতে হতে পারে। এসবিআই এর পার্সোনাল লোন সরকারি এবং CLSEর কর্মচারীরা যদি নেন, সে ক্ষেত্রে ১১.৩০ থেকে ১৩.৮০ শতাংশ সুদ দিতে হবে। আবার প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যুক্ত কর্মীরা ১১.১৫ থেকে ১২.৬৫ শতাংশ হারে বছরে EMI তে সুদ দিয়ে থাকেন। তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে।
ICICI Bank
এই ব্যাংকটি দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক। এখানে যে কোনো ভাবেই ঋণ নিলে প্রসেসিং ফি বাবদ টাকা দিতে হয়। পার্সোনাল লোন এর ক্ষেত্রে ২.৫ শতাংশ টাকা বেশি দিতে হয়। প্রসেসিং ফি বাবদICICI ব্যাংকে পার্সোনাল লোন নিলে বছরে ১০.৬৫ থেকে ১৬ শতাংশ পর্যন্ত সুদ দিতে হয়। এছাড়া কর বাবদ বেশ কিছু টাকা জমা করতে হয়।
Bank of Baroda
এই ব্যাংকে সরকারি কর্মীদের ক্ষেত্রে সুদের হারে কিছুটা ছাড় রয়েছে। তাদের বছরে ১২.৪০ থেকে ১৬.৭৫ শতাংশ হারে ইএমআই দিতে হয়। বেসরকারি সংস্থায় যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে বার্ষিক ১৩.১৫ শতাংশ পর্যন্ত সুদ দিতে হয়। আবার যদি এই ব্যাংকের গ্রাহক না হন সে ক্ষেত্রে Personal Loan নিলে বেসরকারি সংস্থার কর্মীরা 15.15 থেকে 18.75 শতাংশ হারে সুদ দেন।
HDFC Bank
HDFC ব্যাংকে লোনের প্রসেসিং ফি ৪৯৯৯ টাকা। এই ব্যাংক থেকে পার্সোনাল লোন নিলে সুদের হার বছরে 10.5 থেকে 24 শতাংশের মধ্যে ঘোরাফেরা করে।
বেশ কিছু ব্যাংকের পার্সোনাল লোনের সুদের বিষয়ে কিছু তথ্য দেওয়া হল।