Instant Personal Loan – এবার আধার কার্ড থাকলেই মাত্র 5 মিনিটে পেয়ে যাবেন লোন! জানুন কীভাবে

Share:

Instant Personal Loan: হঠাৎ করেই জীবনে কখন কোন সময় টাকার প্রয়োজন পড়ে যায়, তা কেউ বলতে পারে না। কোনো কোনো সময় বিশেষ প্রয়োজনে লোকের কাছে টাকা ধার করতে হয়, কিন্তু আত্মসম্মানের খাতিরে অনেকে কারো কাছ থেকে টাকা ধার নিতে চান না। পরিবর্তে ব্যাংক থেকে লোন নিতে হয়। যদিও ব্যাংকের থেকে গতানুগতিক পদ্ধতিতে লোন নিতে গেলে হাজার হ্যাপা রয়েছে। এই যেমন ধরুন নানা প্রশ্নের সম্মুখীন হওয়া, সম্পত্তির প্রমান পত্র, গ্যারেন্টার, বাড়িতে ভেরিফিকেশন, আয়ের প্রমানপত্র আরো অনেক কিছুই দেখাতে হয়।

আধার কার্ড থাকলেই মিলবে লোন

এইসব কাজ করতে গিয়ে বেশ খানিক সময় লেগে যায়, তারপর গিয়ে মেলে টাকা। তাই অনেকেই লোন নিতে চান না। তবে, এবার থেকে এই নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই। এখন থেকে আধার কার্ড থাকলেই আপনি নিতে পারবেন ইনস্ট্যান্ট ব্যাংক লোন (Instant Personal Loan), আর তাও আবার মাত্র ৫ মিনিটেই নিজের ঘরে বসে। আর বিশেষ বিষয় হলো এর সুদের হার অনেক কম। এখন প্রশ্ন হলো আপনি এর জন্য কীভাবে আবেদন করবেন? আজকের প্রতিবেদনে রইলো তার  হদিস।

লোন মিলবে মাত্র ৫ মিনিটে

নিজের স্বপ্নের বাড়ি তৈরি হোক কিংবা হোক গাড়ি কেনা নতুবা ব্যবসা শুরু সব ক্ষেত্রেই লাগে টাকা। আর এই সব স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে অনেকেই ব্যাংক লোন করেন। বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে এক সাথে মোটা অংকের টাকা পাওয়া যায়, যা দিয়ে এই সব স্বপ্ন পূরণ করা যায় অনায়াসে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলি আধার কার্ডের মাধ্যমে E-kyc করিয়ে দ্রুত পার্সোনাল লোন দিয়ে থাকে। আপনি যোগ্য হলে মাত্র ৫ মিনিটের মধ্যে পেয়ে যাবেন লোন।

ব্যাংকের সাথে থাকতে হবে আধার লিংক

আধার কার্ড হলো সকল ভারতীয় নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। কেন্দ্র সরকার আজকাল সব ক্ষেত্রেই আধার বাধ্যতামূলক করেছে। এর জন্য চলেছে আধার লিংকের কাজ। আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে যদি আধার কার্ড লিংক করা থাকে তাহলে আপনিও পাবেন লোন, তবে সব ব্যাংকের থেকে আধার কার্ড দেখিয়ে এই লোন মিলবে না। আসুন জেনে নেওয়া যাক কোন কোন ব্যাংক থেকে মিলবে এই লোন।

কোন কোন ব্যাংক থেকে আধার কার্ডের মাধ্যমে মিলবে লোন?

আপনি আধার কার্ডের মাধ্যমে E-Kyc করিয়ে খুব সহজে পার্সোনাল লোন পাবেন। এক্ষেত্রে স্টেস্ট ব্যাংক অব ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, বন্ধন ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এই পদ্ধতিতে লোন দিয়ে থাকে।

কারা এই লোন নিতে পারবেন?

যে সকল আবেদনকারীর বয়স ২১বছরের বেশি, তারা Instant Personal Loan -এর জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর আধার নম্বর তার ব্যাংকের সাথে যুক্ত থাকতে হবে। প্রয়োজনীয় নথি হিসেবে আধার কার্ড এবং প্যান কার্ড সঙ্গে রাখতে হবে। গ্রাহক যদি আগে কোনো লোন নিয়ে থাকেন এবং যদি তা শোধ না করে থাকেন, তবে সেক্ষেত্রে তিনি আর এই লোনের জন্যে আবেদন করতে পারবেন না। এই লোন নেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের সিভিল স্কোর ৭৫০ এর বেশি হতে হবে।

আরও পড়ুন » Bank Loan – খুব সহজেই কম সুদে লোন দিচ্ছে এই ব‍্যাঙ্কগুলো, কোন ব‍্যাঙ্ক কত সুদে লোন দিচ্ছে, দেখে নিন একনজরে

আবেদন করার সময় ব্যাংকের পাশবুকে ন্যুনতম ব্যালেন্স থাকতে হবে। অনলাইন কিংবা অফলাইন যেকোনো পদ্ধতিতে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। একজন ব্যক্তি তার আয়ের ১০ থেকে ২০ গুন পর্যন্ত টাকা পেতে পারেন এই লোনের  মাধ্যমে। কারোর আয় যদি মাসে ৩০,০০০ টাকা হয়, তবে তিনি ৬ লক্ষ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট পার্সোনাল লোন পাবেন ব্যাংক থেকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে বেশিরভাগ ব্যাংক ইনস্ট্যান্ট পার্সোনাল লোন দিয়ে থাকে ১০.৩০ থেকে ১৬ শতাংশ বার্ষিক সুদে, তবে এক্ষেত্রে সুদের হার অনেক কম।

আধার কার্ডের মাধ্যমে কীভাবে লোনের আবেদন করবেন?

আধার কার্ডের মাধ্যমে এই ইনস্ট্যান্ট লোন (Instant Personal Loan on Aadhaar Card) পেতে আপনাকে উপরে উক্ত যেকোনো একটি ব্যাঙ্কে আপনার যদি অ্যাকাউন্ট থাকে, তবে সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে উক্ত ব্যাঙ্কের মোবাইল এপ্লিকেশন ব্যবহার করে আধার কার্ডের মাধ্যমে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। কত টাকা ঋণ নিতে চান সেই সংক্রান্ত সমস্ত তথ্য পূরণ করতে হবে। এরপর প্যান কার্ডের তথ্য চাওয়া হবে। সমস্ত তথ্য যাচাই করার পর আপনি যোগ্য হলে ৫ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে ওই লোনের টাকা। যদি ধরুন অপনার অনলাইন ব্যাঙ্কিং না থাকে, তাহলে আপনি ব্যাংকে গিয়ে ফর্ম নিয়ে আবেদন করতে পারেন।

Leave a Comment