SEBI Circular – ভয় নেই! এবার নিশ্চিন্তে শেয়ারে টাকা ঢালার নয়া সিস্টেম আনছে সেবি, মালামাল হয়ে যাবেন

Share:

এবার থেকে নিশ্চিন্তে শেয়ার বাজারে বিনিয়োগ (Share Market Investment) করার সুবিধা আসতে চলেছে। কোনোরকম ঝামেলা ঝঞ্ঝাটের মুখোমুখি হতে হবে না। যারা নিয়মিত শেয়ারে বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রে বিরাট সুবিধা তো হবেই, তাছাড়া যারা নতুন শেয়ারে একটু আধটু বিনিয়োগ করতে চান, নিজেদের আর্থিক সম্পদকে বাড়িয়ে নিতে চান, তাদের ক্ষেত্রেও এই নতুন সিস্টেম আসলে বিরাট সুবিধা হবে। যদিও খুব সহজে কেউ শেয়ার বাজারের মুখোমুখি হতে চান না। একটা ভয় ভীতি কাজ করে। কিন্তু বর্তমানে দেশজুড়ে যা আর্থিক পরিস্থিতি, তাতে সাধারণ ব্যাংক, পোস্ট অফিসে বিনিয়োগের পাশাপাশি অল্প কিছু পরিমাণ টাকা নিজের ক্ষমতা অনুযায়ী স্টক মার্কেটে বিনিয়োগ করা যেতে পারে। তবে সেক্ষেত্রে বাজার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নিজের ক্ষমতা অনুযায়ী সবদিক দেখে বুঝে এগোতে হবে।

এবার শেয়ার বাজারে যে নতুন সিস্টেম আনার জন্য শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির (SEBI Circular) তরফে সার্কুলার জারি করা হয়েছে, সেটা একবার দেখে নেওয়া যাক। যার ফলে ইনভেস্টরদের ট্রেডিং অ্যাকাউন্ট সম্পর্কিত বিরাট সুবিধা মিলবে।

দেশ জুড়ে আর্থিক লেনদেন (Financial Transaction) সংক্রান্ত ক্ষেত্রে মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। ঠিক যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম কার্ড বা ডেবিট কার্ড এর ক্ষেত্রে কোনো সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে গ্রাহকেরা সঙ্গে সঙ্গে ATM বা Debit Card ব্লক করে দেওয়ার সুবিধা পেয়ে থাকেন, ঠিক সেই ভাবেই এবার থেকে শেয়ার বাজারের Trading Account-এ কোনোরকম সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে Investor সেই ট্রেডিং অ্যাকাউন্ট সাময়িকভাবে ফ্রিজ বা ব্লক করে দিতে পারবেন। এই সুবিধা এতদিন পর্যন্ত কোনোভাবেই ছিল না। আর তার ফলে বিনিয়োগকারীদের চরম সমস্যার সম্মুখীন হতে হতো। কারণ বিনিয়োগকারীরা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে কোনো অবৈধ লেনদেনের (Fraud Transaction) ছবি দেখতে পেলেও সেই ভাবে তাদের কিছুই করার ছিল না। ফলে অনেকেই ভয়ে শেয়ার মার্কেটে এই ট্রেডিং অ্যাকাউন্ট এর ক্ষেত্রে খুব একটা আগ্রহী হতেন না।

এতদিন পর্যন্ত বহুবার জানা গিয়েছে, বিভিন্ন ট্রেডিং অ্যাকাউন্টে মাঝেমধ্যেই সন্দেহজনক লেনদেন দেখা যায়। সেই ক্ষেত্রে ব্রোকারদের কাছেও সেই অর্থে কোনো সিস্টেম ছিল না। যার ফলে সেই ট্রেডিং অ্যাকাউন্টে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া যায়।

কবে থেকে শুরু হচ্ছে নয়া সিস্টেম? (Trading Account Freeze and Block System Starting Date)

শেয়ার বাজারে ইনভেস্টরদের Demat Account-এর ক্ষেত্রে ফ্রিজ বা ব্লক করার অপশন থাকলেও ট্রেডিং অ্যাকাউন্ট এর ক্ষেত্রে কোনো সুবিধা ছিল না। তবে Demat অ্যাকাউন্ট এর ক্ষেত্রে এই ধরনের সুবিধা থাকলেও বহু ইনভেস্টররাই এই বিষয়ে জানতেন না। ফলে সেই সুবিধা তারা ব্যবহার করতে পারতেন না। তার উপরে যে ট্রেডিং একাউন্টের মাধ্যমে শেয়ার মার্কেটে বিনিয়োগকারীরা ট্রেড করতেন, সেই অ্যাকাউন্টে যদি কোনো অবৈধ আচরণ লক্ষ্য করা যেত, ইনভেস্টর বা ব্রোকার (Share Broker) কারোরই কিছু করার ছিল না। সেইদিকে নজর দিয়েই বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI-র তরফে এবার সার্কুলার জারি করে জানানো হয়েছে, ১ এপ্রিলের মধ্যে মার্কেটের সমস্ত ব্রোকারদের Industry Standards Forum Trading Account (ISF) ফ্রিজ এবং ব্লক করার সিস্টেম তৈরি করে ফেলতে হবে। ট্রেডিং অ্যাকাউন্ট ফ্রিজ বা ব্লক করার পরে সেই সম্পূর্ণ তথ্য গ্রাহককে দেওয়া উচিত বলে মনে করে সেবি। এই বিষয়ে সম্পূর্ণ একটি পরিকাঠামো তৈরি করা দরকার।

আরও পড়ুন » আয়করের নজরে আপনিও! সংসার খরচ, ওষুধ কেনার টাকা পাঠাচ্ছেন? কত ট‍্যাক্স দেবেন? আইন কি বলছে?

SEBI সার্কুলারে আরো জানিয়েছে, ১ জুলাই থেকেই এই সম্পূর্ণ প্রক্রিয়া চালু করে ফেলতে হবে। বহু সময় ইনভেস্টররা ট্রেডিং অ্যাকাউন্টে সন্দেহজনক আচরণ নিয়ে অভিযোগ করেন। এই ধরনের অবৈধ কার্যকলাপ দেখা গেলে সঙ্গে সঙ্গে সেই ট্রেডিং অ্যাকাউন্ট ফ্রিজ বা ব্লক করার সিস্টেম তৈরি করে ফেলতে হবে। ১ জুলাই থেকে সিস্টেম চালু হয়ে গেলে ৩১ আগস্ট এর মধ্যে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির কাছে সম্পূর্ণ কম্প্লায়েন্স রিপোর্ট (Full Compliance Report) স্টক এক্সচেঞ্জকে পেশ করতে হবে। শুধু তাই নয়, শেয়ার মার্কেটে সমস্ত বিনিয়োগকারীদের তহবিল পরীক্ষা করার জন্য স্টক এক্সচেঞ্জকে পুরো একটি সিস্টেম তৈরি করে ফেলতে হবে। SEBI-র তরফে নয়া এই সার্কুলার জারি করে যত শীঘ্র সম্ভব Stock মার্কেটের বিনিয়োগকারীদের ট্রেডিং অ্যাকাউন্ট এর ক্ষেত্রে সমস্যাজনক লেনদেন তৈরি হলে তা ফ্রিজ এবং ব্লক করার সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে এবার শেয়ার মার্কেটে বিনিয়োগকারীরা নিশ্চিন্তে বিনিয়োগ করার সুবিধা পাবেন।

Leave a Comment